Thursday, September 4, 2025
Homeবিনোদনশুধু 'ধ্যান' সামান্থাকে শান্তির সমুদ্রে ফিরিয়ে দেবে

শুধু ‘ধ্যান’ সামান্থাকে শান্তির সমুদ্রে ফিরিয়ে দেবে

দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও অভিনেতা নাগা চৈতন্য চার বছরের দাম্পত্য জীবন শুধু কি তৃতীয় জনের উপস্থিতিতেই ভেঙে গিয়েছিল! পারিবারিক সম্পর্ক তাদের বিচ্ছেদের অন্যতম কারণ হিসেবে সামনে এসেছিল। প্রাক্তন স্বামী নাগা চৈতন্যর সঙ্গে অভিনেত্রী সবিতা ধুলিপালার প্রেমের সম্পর্ক শুধু গড়ে ওঠেনি পরবর্তীকালে তাঁর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। স্বামীর বিয়ের দিন নাগাকে ইঙ্গিত করে সামান্তার পোস্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। প্রাক্তন স্বামীর বিয়ের চার দিন পরেই স্মৃতি হাতরেছেন সামান্থা। ফিরে দেখার চেষ্টা করেছেন সংসার জীবনের টানা-পোড়েন ও উত্থান-পতনের কাহিনী।
স্বামীর জীবনে শোভিতার উপস্থিতি সামান্হার জীবনে অবশ্যই কিছুটা ঝড় এনেছিল। নাগা চৈতন্যর সঙ্গে শোভিতার বিয়ের খবর সামনে আসার পর যদিও প্রকাশ্যে সামান্থা কিছু বলেননি।
শুধু মানসিক চাপ নয় তাঁর শারীরিক পরিস্থিতির চাপও নিতে পারেননি সামান্থা। ‘প্রাক্তন স্বামীর বিয়ের দিন থেকেই মানসিকভাবে ভালো নেই সামান্থা’ সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করেছিলেন তার অনুরাগীরা। গত নভেম্বরে নাগা চৈতন্য সবিতা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। বায়োসাইটিসের মত স্নায়ুর জটিল রোগে ভুগতে হয়েছে সামান্হাকে। সম্ভবত মার্কিন মুলুক এ গিয়েও তাকে চিকিৎসা করাতে হয়েছিল। অসুস্থতার কোন কথাই গোপন করেননি ‘ফ্যামিলি ম্যান ২’ সিরিজ খ্যাত অভিনেত্রী। সমস্ত পিছুটান তিনি কাটিয়ে উঠতে সব সময় সামনের দিকেই তাকিয়েছেন। বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করতে বারবার আপ্রাণ চেষ্টা করেছেন। মাঝখানেক আগেই বরুণ ধাওয়ানের সঙ্গে ‘সিটাডেল: হানি বানি’ ছবিটি মুক্তি পেয়েছে। খুব সফলতা দেখেনি সে ছবি। কিন্তু নিজেকে সব সময় শান্তি খোঁজার চেষ্টায় নিয়োজিত রেখেছেন।

ফের অবসাদে সামান্থা! বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় তেমনই একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সঙ্গে লিখেছেন আমার জীবনে ধ্যান একটি আশ্রয় হয়ে উঠেছে। নিজের মধ্যে অস্থিরতা কাটিয়ে আমি স্থির এবং শান্তির ফেরার পথ পাই ধ্যানের মাধ্যমে। ধ্যান আমার চূড়ান্ত আশ্রয়। নিজের কাছে ফেরার জন্য এই আশ্রয় বাইরের সমস্ত অস্থিরতাকে স্থিমিত করে দেয়। তার অনুরাগীদের তিনি এই পদ্ধতি অনুসরণ করার কথা বলেছেন। যেকোনো জায়গায় শান্ত হয়ে থেকে নিজের চোখ দুটো বন্ধ করে গভীর শ্বাস নিতে হবে। ব্যাস তাহলেই অশান্ত জীবনে ফিরে আসবে আবার শান্তি।

Read More

Latest News